ফুটবল পায়ে দুরন্ত কৈশোর

গ্রামাঞ্চলে ধান কাটা শেষে ফাঁকা জমি শিশু-কিশোরদের জন্য যেন খেলার মাঠে পরিণত হয়। কখনো ফুটবল, কখনো ক্রিকেট আবার কখনো গোল্লাছুটসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। তাদের উচ্ছ্বাস ও দুরন্তপনায় ভরে ওঠে প্রান্তর। সদ্য আমন ধান কাটা জমিতে শীতের সকালে ফুটবল খেলায় মেতে ওঠা একদল শিশু-কিশোরকে নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
খেলা শুরুর আগে গোলপোস্ট তৈরি করা হচ্ছে
২ / ১০
বল নিয়ে ছুটে চলেছে একজন
৩ / ১০
চলছে বল দখলের লড়াই
৪ / ১০
গোলপোস্ট লক্ষ্য করে লম্বা শট নিচ্ছে একজন
৫ / ১০
গোল ঠেকাতে সতর্ক অবস্থানে গোলরক্ষক
৬ / ১০
টানটান উত্তেজনায় চলছে খেলা
৭ / ১০
গোল করার চেষ্টায় এক পক্ষ
৮ / ১০
এবং গোল..
৯ / ১০
ক্রিস্টিয়ানো রোনালদোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন করছে একজন
১০ / ১০
দলগত উদ্‌যাপন