শীতের বিকেলে নৌকাবাইচ

গতকাল শুক্রবার শীতের বিকেলে খুলনার গিলাতলায় নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। খুলনার ও খুলনার আশপাশের জেলা থেকে প্রতিযোগীরা এখানে অংশ নেন। নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছেন সাদ্দাম হোসেন

১ / ১৭
এক প্রতিযোগী বাইচে অংশ নিতে বইঠা নিয়ে নিজের নৌকার দিকে যাচ্ছেন
২ / ১৭
নৌকাবাইচের আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মেলা বসেছে
৩ / ১৭
নৌকাবাইচ দেখবে বলে বাড়ি থেকে খেলনা দুরবিন নিয়ে এসেছে এক শিশু
৪ / ১৭
নৌকাবাইচ দেখতে আয়োজন করে বসেছেন অনেকে
৫ / ১৭
শিশুকে কোলে নিয়ে নৌকাবাইচ উপভোগ করছেন তিনি
৬ / ১৭
নৌকাবাইচ দেখতে আশপাশের এলাকা থেকে ভিড় করেন অনেকে
৭ / ১৭
নৌকাবাইচে অংশগ্রহণকারী একটি দল
৮ / ১৭
বাইচ শুরুর অপেক্ষায় প্রতিযোগীরা
৯ / ১৭
সঠিকভাবে যেন প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দিচ্ছেন আয়োজক কমিটির একজন সদস্য
১০ / ১৭
শুরু হলো প্রতিযোগিতা
১১ / ১৭
প্রথম হতে আপ্রাণ ছুটছে দলগুলো
১২ / ১৭
শুধু হাত দিয়ে নয়, পা দিয়েও বইঠা চালাচ্ছেন অনেকে
১৩ / ১৭
হাঁপিয়ে ওঠা একজন প্রতিযোগী একটু বিশ্রাম নিচ্ছেন
১৪ / ১৭
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর গায়ে বিভিন্ন নাম লেখা ছিল
১৫ / ১৭
সব দলই যেন একই গতিতে চলছে
১৬ / ১৭
যে দল প্রথম হয়েছে, তারা বইঠা উঠিয়ে জানিয়ে দিচ্ছে, তারা আগে পৌঁছেছে
১৭ / ১৭
বিজয়ী দলের একজন নিজের স্বজনকে জানাচ্ছেন, তাঁরা প্রথম হয়েছেন