মান্দার ফুলে কাঠশালিক

বসন্ত মানে ফুলের বাহার। বসন্ত মানে সদ্য পাতাঝরা গাছে নতুন প্রাণের সঞ্চার। বসন্তের শিমুল-পলাশসহ নানা ধরনের ফুলের পাশাপাশি গ্রামবাংলায় মান্দার ফুল দেখা যায়। টকটকে লাল মান্দার ফুল দূর থেকে দেখতে ঠিক শিমুল-পলাশের মতো। তবে আছে নিজস্ব সৌন্দর্য। ফুটে থাকা ফুলে বিচরণ করছে কাঠশালিক। ছবিগুলো বৃহস্পতিবার তোলা।

১ / ৮
গাছে ফুটে আছে টকটকে লাল মান্দার ফুল।
২ / ৮
ডালে বসে আছে কাঠশালিক।
৩ / ৮
বসন্তে ফোটে মান্দার ফুল।
৪ / ৮
কাঁটাযুক্ত মান্দার ডালে বসে আছে একটি কাঠশালিক।
৫ / ৮
উড়ে এসে ডালে বসে কাঠশালিক।
৬ / ৮
মান্দার গাছে তিন কাঠশালিক।
৭ / ৮
কাঁটাযুক্ত ডালে বিচরণ করছে কাঠশালিকটি।
৮ / ৮
গাছে ফুটে আছে অজস্র মান্দার ফুল।