রৌহা বিলে মাছ ধরার উৎসব

কিশোরগঞ্জ সদরে মাছ ধরার উৎসব হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের রৌহা বিলে এলাকাবাসী এ উৎসবের আয়োজন করেন। প্রতিবছর এই বিলে মাছ ধরা উৎসব উদ্‌যাপন করা হয়। রৌহা বিলের মাছ ধরা উৎসবে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও দূরদূরান্তের অন্যান্য এলাকা থেকে শত শত লোক পলোসহ নানা ধরনের জাল এবং বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মাছ শিকারে অংশ নেন তাঁরা। এ উৎসবে অনেকেই বোয়াল, রুই, শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন। ঐতিহ্যবাহী রৌহা বিলের মাছ ধরার উৎসবের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ১০
শৌখিন মাছশিকারিরা যখন মাছ শিকারে ব্যস্ত, তখন বিলপাড়ে দাঁড়িয়ে তা দেখছেন কয়েকজন
২ / ১০
মাছ ধরার পাশাপাশি গানের তালে চলছে নাচ
৩ / ১০
টানাজাল ফেলে মাছ ধরছেন শিকারিরা
৪ / ১০
মাছ পাওয়ায় মহাখুশিতে তা দেখাচ্ছেন এক শিকারি
৫ / ১০
অনেকেই মাছ না পেয়ে ফিরছেন যাচ্ছেন
৬ / ১০
শৌখিন মাছশিকারিদের জালে উঠে আসা শামুকসহ অন্যান্য খাবারের জন্য ছুটছে একঝাঁক পাতিহাঁস
৭ / ১০
ছোট নৌকায় দাঁড়িয়ে বড় মাছের আশায় হাতে থাকা লোহার শিকের তৈরি যন্ত্র নিক্ষেপ করছেন শিকারি
৮ / ১০
শিকার শেষে মাছ নিয়ে বাড়ি ফিরছেন একজন
৯ / ১০
ক্লান্ত শরীর। একটু সময় পেয়ে তাই পিকআপেই হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন কয়েক শিকারি।
১০ / ১০
মাছ ধরার পর বাড়ি ফেরার পালা