রৌহা বিলে মাছ ধরার উৎসব
কিশোরগঞ্জ সদরে মাছ ধরার উৎসব হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের রৌহা বিলে এলাকাবাসী এ উৎসবের আয়োজন করেন। প্রতিবছর এই বিলে মাছ ধরা উৎসব উদ্যাপন করা হয়। রৌহা বিলের মাছ ধরা উৎসবে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও দূরদূরান্তের অন্যান্য এলাকা থেকে শত শত লোক পলোসহ নানা ধরনের জাল এবং বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মাছ শিকারে অংশ নেন তাঁরা। এ উৎসবে অনেকেই বোয়াল, রুই, শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন। ঐতিহ্যবাহী রৌহা বিলের মাছ ধরার উৎসবের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০