ধলাই নদের এ কী হাল!

ভারতের মেঘালয় রাজ্য থেকে সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে ধলাই নদ। নদের উৎসমুখ ভোলাগঞ্জ সাদাপাথর নামে পরিচিত। বর্ষায় এ নদের স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধতা ছড়ালেও শুষ্ক মৌসুমে অবৈধভাবে বালু উত্তোলনে নদ ক্ষতবিক্ষত। নদের চর ও পাড় কেটে বালু উত্তোলন করায় এই হাল ধলাই নদের। এতে ঝুঁকির মুখে রয়েছে ধলাই নদের ভোলাগঞ্জ অংশে নির্মিত সেতুটিও।

১ / ১০
ধলাই নদের বর্তমান চিত্র।
২ / ১০
নদের চর কেটে বালু ও নুড়িপাথর তুলছেন কেউ কেউ।
৩ / ১০
বালু উত্তোলনে নদের চরে আনা হয়েছে পেলুডার (পাথর তোলার বিশেষ গাড়ি) ও ট্রাক।
৪ / ১০
বালু ও পাথর তোলায় ক্ষতবিক্ষত ধলাই নদের বুক।
৫ / ১০
নদের চরে করা হয়েছে চাষাবাদ।
৬ / ১০
বারকি এসব নৌকা ব্যবহার করা হয় বালু ও পাথর উত্তোলনের কাজে।
৭ / ১০
ধলাই সেতুর গোড়া থেকেও উত্তোলন করা হয়েছে বালু।
৮ / ১০
পাথর ও বালু তোলার কারণে ঝুঁকির মুখে ধলাই সেতু।
৯ / ১০
সেতুর পিলারের কাছের মাটি ও পাথর তোলা চলে।
১০ / ১০
সেতুর নিচ থেকে উত্তোলন করা হয়েছে বালু।