চট্টগ্রাম বন্দরে আধুনিক যন্ত্রপাতি

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার কাজে ব্যবহার হয়ে আসছে নানা যন্ত্রপাতি। পর্যায়ক্রমে এসব যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ও প্রযুক্তিনির্ভর নানা যন্ত্র। এর অংশ হিসেবে অক্টোবর মাসে যুক্ত হয়েছে চারটি কি গ্যান্ট্রি ক্রেন, ৬টি রানার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, চারটি রিচ স্টেকার, চারটি ভেরিয়েবল রিচ ট্রাক, দুটি কনটেইনার মোভার, দুটি ১০০ টনের মোবাইল ক্রেন ও দুটি ৫০ টন ওজনের মোবাইল ক্রেন। কাজের ভিন্নতা অনুসারে ছোট থেকে দানব আকৃতির এসব যন্ত্রপাতি যখন সারিবদ্ধভাবে জেটিতে রাখা হয়, তখন সুন্দর একটি চিত্র ফুটে ওঠে, যা মুগ্ধ করে অনেককে। বন্দরে ব্যবহার হওয়া এসব যন্ত্রপাতির নানা চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১৪
নিউ মুরিং টার্মিনালে রাখা নতুন যন্ত্রপাতি
২ / ১৪
জেটিতে লাইন ধরে রাখা হয়েছে কনটেইনার আর গ্যান্ট্রি ক্রেন
৩ / ১৪
জেটির একপাশে সারিবদ্ধভাবে রাখা লো মাস্ট ফর্ক লিপ্ট
৪ / ১৪
গ্যান্ট্রি ক্রেনের ওপরের অংশ
৫ / ১৪
সারিবদ্ধভাবে রাখা গ্যান্ট্রি ক্রেনের পিলারের একটি চিত্র
৬ / ১৪
বিশাল আকারের সব গ্যান্ট্রি ক্রেনের চাকা
৭ / ১৪
বিশাল আকারের কয়েকটি স্টাডল ক্যারিয়ার
৮ / ১৪
গ্যান্ট্রি ক্রেনের নিচে সৃষ্টি হয়েছে এমন সুন্দর চিত্রের
৯ / ১৪
এমন দুটি অংশ দিয়ে দাঁড়িয়ে থাকে গ্যান্ট্রি ক্রেন
১০ / ১৪
জাহাজের সামনের অংশ দিয়ে দেখা যাচ্ছে অন্য একটি জাহাজ
১১ / ১৪
জেটিতে থাকা বাতি আর গ্যান্ট্রি ক্রেনের অংশ
১২ / ১৪
কনটেইনার তোলার একটি যন্ত্রের সামনের অংশ
১৩ / ১৪
অলস দাঁড়িয়ে থাকা কয়েকটি গ্যান্ট্রি ক্রেন
১৪ / ১৪
গ্যান্ট্রি ক্রেনে এভাবে পেঁচিয়ে রাখা হয় তার