চরের বুকে সবুজের সমাহার
একদিকে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা। মাঝখানে যমুনা নদী। যমুনার বুক চিরে জেগে উঠেছে বড় একটি চর, নাম বেনীপুর। শসা, মরিচ ও ভুট্টার মতো রবিশস্যে সবুজ হয়ে উঠেছে পুরো চরাঞ্চল। কষ্টে ফলানো ফসল তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফসলে ফসলে পুরো চর যেন কৃষকের কাছে সোনায় পরিণত হয়েছে। শসা তোলা প্রায় শেষের দিকে। গাছে গাছে ঝুলছে কাঁচা–পাকা মরিচ। বেড়ে উঠছে ভুট্টার গাছ। গোটা চরে যেন সবুজের ছায়া বিছিয়েছে নদীর বুকে বেড়ে ওঠা এসব ফসল। ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০