তীব্র গরম উপেক্ষা করে চায়ের সবুজ কুঁড়ি তোলার ধুম

কয়েক দিন ধরে তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারুপা চা-বাগানের টিলার ঢালে চায়ের সবুজ কুঁড়ি তুলছেন নারী শ্রমিকেরা। এখন চায়ের সবুজ কুঁড়ি তোলার ভরা মৌসুম। সকাল আটটার দিকে শুরু হয় কাজ। চলে বিকেল চারটা পর্যন্ত। কাজের ফাঁকে বিশ্রামও নেন নারী শ্রমিকেরা। সোনারুপা চা-বাগান থেকে ছবিগুলো ১৫ এপ্রিল তোলা।

১ / ৯
মাথাল পরে দল বেঁধে চায়ের সবুজ কুঁড়ি তুলছেন চা-শ্রমিক নারীরা
২ / ৯
চায়ের কুঁড়ি সংগ্রহের পর টিলার ঢাল বেয়ে নামছেন কয়েকজন নারী চা-শ্রমিক
৩ / ৯
চায়ের সবুজ কুঁড়ির ওজন দেওয়ার আগে বাগানের কর্মকর্তা নারী শ্রমিকের ছবি তুলে রাখছেন
৪ / ৯
কাপড়ের পোঁটলায় ভরে আনা চায়ের সবুজ কুঁড়ির ওজন দেওয়া হচ্ছে ডিজিটাল যন্ত্রে
৫ / ৯
চায়ের সবুজ কুঁড়ি নিয়ে সারি ধরেছেন নারী শ্রমিকেরা। এই কুঁড়ির ওজন দেওয়া হবে। সে জন্য অপেক্ষা
৬ / ৯
নারী শ্রমিকের আঁচলে ঝোলানো পরিচয়পত্র (আইডি কার্ড)।
৭ / ৯
তীব্র গরমে তেষ্টা মেটাচ্ছেন নারী শ্রমিকেরা
৮ / ৯
চা–গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন নারী শ্রমিক
৯ / ৯
দুপুরে কাজের বিরতিতে কচি চায়ের পাতা, সেদ্ধ করা আলু, ধনেপাতা ও আগুনে পোড়ানো শুকনা মরিচ দিয়ে ‘পাতিসানা’ তৈরি করে খাচ্ছেন নারী শ্রমিকেরা