মাঠে মাঠে আউশ ধান রোপণের ব্যস্ততা

বর্ষায় আউশ ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। মাঠে মাঠে আউশ ধানের জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামের মাঠে আউশ ধানের চাষাবাদ ও চারা রোপণের ছবি নিয়ে ছবির গল্প

১ / ৯
রোদ থেকে রক্ষায় মাথায় ছাতা দিয়ে মাঠে বসে আছেন ধানের চারা রোপণকারী কিষান-কিষানিরা
২ / ৯
জমিতে চাষাবাদে ব্যস্ত কৃষক
৩ / ৯
জমির আইলে রাখা হয়েছে ধানের চারা
৪ / ৯
যন্ত্র দিয়ে চলছে জমির চাষ
৫ / ৯
জমিতে চারা রোপণ করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক সদস্য
৬ / ৯
জমিতে সেচের পানির নালা তদারক করছেন কৃষক
৭ / ৯
চারা রোপণের প্রস্তুতি চলছে
৮ / ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন নারী প্রতি বিঘা জমিতে আউশের চারা রোপণ করে মজুরি পান ১ হাজার ২০০ টাকা
৯ / ৯
আউশ ধানের খেতে শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছে