যমুনার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি

বর্ষা মৌসুমে যমুনা নদীর চরাঞ্চল পানিতে থই থই করে। শুকনা মৌসুমে রূপ নেয় ধু ধু বালুচরে। তখন সেখানে পণ্য পরিবহনের একমাত্র বাহন হয়ে ওঠে ঘোড়ার গাড়ি। অনেকেই ভাড়ায় ঘোড়ার গাড়ি চালান। চরাঞ্চলে আবাদ হওয়া নানা শস্যসহ শাকসবজি নদীর ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় এসব ঘোড়ার গাড়িতে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর বাটিয়া, চর শালুকা ও কুঁড়িপাড়া চরের ছবি নিয়ে আজকের গল্প। ছবিগুলো গত রোববারের।

১ / ৯
পণ্য পরিবহনের জন্য খেয়াঘাটে বেঁধে রাখা কয়েকটি ঘোড়ার গাড়ি
২ / ৯
চরাঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি
৩ / ৯
ঘোড়ার গাড়িতে পণ্য নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি
৪ / ৯
খড়ের আঁটি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়িওয়ালা
৫ / ৯
সারা দিন পণ্য পরিবহন শেষে চর থেকে খড়কুটো কুড়িয়ে বাড়ি ফিরছেন এক গাড়িওয়ালা
৬ / ৯
চরের মাঠে ঘাস খাচ্ছে দুটি ঘোড়া
৭ / ৯
গন্তব্যে ছুটে চলছে ঘোড়ার গাড়ি
৮ / ৯
কাজে যাচ্ছেন তিন নারী। একটু দূরে মাঠে ঘাস খাচ্ছে একটি ঘোড়া
৯ / ৯
পণ্য পরিবহনের ফাঁকে গাড়ির সঙ্গে বেঁধে ঘোড়াকে খড় খেতে দেওয়া হয়েছে