কাপ্তাই হ্রদে মাছ ধরা

শীতকালে কাপ্তাই হ্রদে ধরা পড়ে রুই, কাতলা, কালবাউশ, বোয়ালের পাশাপাশি প্রচুর ছোট মাছ। মাছ ধরতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলেদের চলে নানান কার্যক্রম। বিশাল এলাকাজুড়ে একবার জাল ফেলে নৌকা থেকে তা টেনে তুললে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। কেউ আবার তীর থেকে টানেন সেই জাল। জাল ছাড়াও অনেকে ছোট ছোট বড়শি দিয়ে দিনের বিভিন্ন সময় ধরেন মাছ। পুরো হ্রদে যেন মাছ ধরার উৎসব।

১ / ১০
বিকেলের মিষ্টি আলোয় জাল ফেলছেন কয়েকজন জেলে
২ / ১০
কাপড় উড়িয়ে অন্য নৌকাকে সংকেত দিচ্ছেন
৩ / ১০
গোল হয়ে আছে জালের অংশ
৪ / ১০
জেলেদের জালের ভেতর থেকে মাছ ধরছে বক ও পানকৌড়ি
৫ / ১০
জাল থেকে মাছ সংগ্রহ করছেন জেলেরা
৬ / ১০
সকালের মিষ্টি আলোয় ভাসছে জাল
৭ / ১০
ছোট ছোট নৌকায় করে ধরা হয় মাছ
৮ / ১০
বোতলে বড়শি বেঁধে ধরা হচ্ছে মাছ
৯ / ১০
হ্রদে বাঁশ দিয়ে মাচা তৈরি করে ধরা হচ্ছে মাছ
১০ / ১০
জাল টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে তীরে