বাহারি ইফতারি বাজার

ইফতারসামগ্রীর বাজার জমজমাট হয়ে উঠেছে। সারা দিন রোজা রাখার পর মাগরিবের সময় হরেক রকমের উপাদেয় পদ নিয়ে ইফতারির আয়োজন করেন রোজাদাররা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ইফতারির বাজার নিয়ে এই ছবির গল্প

১ / ৯
বাহারি রকমের সুস্বাদু জিলাপির আয়োজন থাকে চট্টগ্রামের ইফতারির বাজারে। এনায়েত বাজার মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
২ / ৯
ইফতারি কিনতে ক্রেতার ভিড়। এনায়েত বাজার মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৩ / ৯
চলছে জিলাপি ভাজা। এনায়েত বাজার মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৪ / ৯
হালিম কিনছেন এক ক্রেতা। এনায়েত বাজার মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৫ / ৯
লাবাং কিনছেন ক্রেতারা। বেইলি রোড, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ৯
বাটির আকারভেদে ৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে হালিম। বেইলি রোড, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ৯
রেস্তোরাঁর সামনে সাজানো বাহারি ইফতারি। জিন্দাবাজার, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
কাবাবসহ মাংসের নানা পদের ইফতারি সাজিয়ে ঢেকে রাখা হয়েছে। জিন্দাবাজার, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
চিকেন ও বিফ আখনি বিক্রির প্রস্তুতি চলছে। জিন্দাবাজার, সিলেট।
ছবি: আনিস মাহমুদ