পাগলা মসজিদের দানসিন্দুক

৪ মাস ১০ দিন পর গতকাল শনিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানসিন্দুক ও একটি বড় ট্রাংক খোলা হয়েছে। এসব সিন্দুক ও ট্রাংকে ২৭ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রায় ২৫০ জন ১৮ ঘণ্টা এ টাকা গণনা করেন। বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ টাকা ছাড়াও মসজিদটিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। গতকাল টাকা গণনার সময় ছবিগুলো তোলা।

১ / ৯
নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ
২ / ৯
পাগলা মসজিদের দানসিন্দুক
৩ / ৯
মসজিদের নিচতলায় রাখা দানবাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরে দোতলায় তুলছেন দায়িত্বপ্রাপ্ত লোকজন
৪ / ৯
বস্তা থেকে মসজিদের দোতলার মেঝেতে টাকা ফেলে গণনা করা হচ্ছে
৫ / ৯
মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রতিবারের মতো এবারও টাকা গণনার কাজে অংশ নেন
৬ / ৯
প্রায় আড়াই শ লোক ১৮ ঘণ্টা ধরে ২৭ বস্তা টাকা গণনা করেন
৭ / ৯
টাকা ছাড়াও দানসিন্দুকে মিলেছে স্বর্ণালংকারসহ মূল্যবান ধাতব পদার্থ ও বৈদেশিক মুদ্রা
৮ / ৯
সংবাদকর্মীর মুঠোফোনে টাকা গণনার দৃশ্য
৯ / ৯
গণনা শেষে টাকার বান্ডিল করছেন ব্যাংকের কর্মকর্তারা