তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ শনিবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ এবং জয়পুরহাটে। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগী হিসেবে রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।