মুড়ি কারখানার ব্যস্ততা

সারা বছরের তুলনায় রমজানে মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কুমিল্লা বিসিক শিল্পনগরীর মুড়ির কারখানায় চলছে মুড়ি উৎপাদনের ব্যস্ততা। দিন-রাত কারখানায় কাজ করে মুড়ি উৎপাদন করছেন শ্রমিকেরা। মানভেদে রয়েছে মুড়ির বিভিন্ন দাম। শিল্পনগরীর একটি মুড়ির মিল নিয়ে এবারের ছবির গল্প। ছবি তুলেছেন এম সাদেক।

১ / ৯
মুড়ি তৈরির জন্য চাল ট্রাক থেকে নামানো হচ্ছে।
২ / ৯
কড়াইতে চাল ঢালছেন এক শ্রমিক।
৩ / ৯
মুড়ির চাল ঠিকমতো গরম হচ্ছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
৪ / ৯
গরম চাল মুড়ির মেশিনে দিচ্ছেন এক শ্রমিক।
৫ / ৯
মেশিন থেকে মুড়ি বের হওয়ার পর স্তূপ করছেন এক নারী শ্রমিক।
৬ / ৯
মুড়ি মেপে ওজন অনুযায়ী আলাদা প্যাকেটে রাখা হচ্ছে।
৭ / ৯
৪০ কেজি ওজনের মুড়ির বস্তা সেলাই করছেন শ্রমিকেরা।
৮ / ৯
বস্তায় মুড়ি ঢালছেন নারী শ্রমিকেরা।
৯ / ৯
শ্রমিকেরা মুড়ির বস্তা ট্রাকে বোঝাই করছেন বাজারজাত করার জন্য।