বনের কাঁঠাল খায় বানর

সিলেটের শহরতলিতে আছে কয়েকটি চা-বাগান। প্রতিটি বাগানের টিলায় রয়েছে ছোট-বড় অসংখ্য কাঁঠালগাছ। গ্রীষ্মের এ সময়ে গাছে গাছে পাকতে শুরু করে বাগানের কাঁঠাল। চা-বাগানে ঘুরতে গেলে নাকে আসে কাঁঠালের ঘ্রাণ। দিনভর এসব কাঁঠালগাছে বসে কাঁঠাল খায় বানরের দল। ছবিগুলো সিলেটের শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা।

১ / ১২
কাঁঠালগাছে উঠেছে এক বানরশাবক।
২ / ১২
গাছে ওঠার জন্য অপেক্ষায় এক বানর।
৩ / ১২
কাঁঠালগাছের ডালে বসে আছে বানর।
৪ / ১২
কাঁঠাল খাওয়া শেষে বসে আছে বানরটি।
৫ / ১২
বানরের ঠেলাঠেলিতে বোঁটা খসে নিচে পড়েছে কাঁঠাল।
৬ / ১২
কাঁঠাল খাওয়া শেষে গাছের ডালে বসে আছে একটি বানর।
৭ / ১২
গাছে উঠে কাঁঠাল খাচ্ছে একটি বানর।
৮ / ১২
কাঁঠাল খেয়ে ডালে বসে আছে বানরটি।
৯ / ১২
ডাল-পাতার আড়ালে বসে কাঁঠাল খাচ্ছে বানরটি।
১০ / ১২
মাটিতে পড়ে থাকা কাঁঠাল খাচ্ছে একটি বানর।
১১ / ১২
চা-বাগানের গাছগুলোয় কাঁঠালের ফলন হয় ভালো।
১২ / ১২
চা-বাগানের টিলায় সারি সারি কাঁঠালগাছ।