রাতারগুলে ঘোরাঘুরি

সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে যখন বালু ও পাথর লুট চলছে, তখন জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। সচেতন এলাকাবাসীর পরিকল্পনা আর গণঐক্যের কারণে টিকে আছে হিজল-করচ বন। পানিতে টইটম্বুর রাতারগুলে দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।

১ / ৯
রাতারগুল জলাবন।
২ / ৯
রাতারগুলে প্রবেশমুখের চিত্র।
৩ / ৯
শরতের রাতারগুল।
৪ / ৯
রাতারগুল বন ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
৫ / ৯
নৌকায় করে পরিবার–পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।
৬ / ৯
রাতারগুল গ্রামের লোকজনের ঐক্যের কারণে এমন পরিচ্ছন্ন রাতারগুল।
৭ / ৯
অপরূপ সৌন্দর্যের রাতারগুল।
৮ / ৯
নৌকাঘাট থেকে রাতারগুল বনের দৃশ্য।
৯ / ৯
রাতারগুলে বসে আপনমনে প্রকৃতি উপভোগ করা যায়।