ঢাকা পর্বে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আজ বুধবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ৮-১ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে দেয়। পরে দিনের দ্বিতীয় খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)  ৫-০ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটি-বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ খেলায় গণবিশ্ববিদ্যালয় ৬-১ গোলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিরুদ্ধে জয়লাভ করে। খেলা হয় ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের মাঠে।

১ / ১৬
প্রথম খেলায় রেফারিদের সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) খেলোয়াড়েরা।
২ / ১৬
বল দখলের চেষ্টা দুই খেলোয়াড়ের।
৩ / ১৬
খেলার একপর্যায়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) কোচ রোকনুজ্জামান কাঞ্চন খেলোয়াড়দের দিকনির্দেশনা দিচ্ছেন।
৪ / ১৬
গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল করার চেষ্টা দুই খেলোয়াড়ের।
৫ / ১৬
প্রথম খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মইনুল ইসলাম খান।
৬ / ১৬
দ্বিতীয় খেলা শুরুর আগে রেফারিদের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইস্টার্ন ইউনিভার্সিটি-বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।
৭ / ১৬
বল নিয়ে দুই দলের খেলোয়াড়দের লড়াই।
৮ / ১৬
বল দখলের জন্য তৎপর দুই দলের খেলোয়াড়েরা।
৯ / ১৬
ব্যানার-পোস্টার নিয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের পাশে ছিল দর্শকদের সরব উপস্থিতি।
১০ / ১৬
হেড দেওয়ার চেষ্টা এক খেলোয়াড়ের।
১১ / ১৬
বল নিয়ে গোল পোস্টের দিকে কিক করছেন এক খেলোয়াড়।
১২ / ১৬
গোল করার পর খেলোয়াড়েরা উল্লাস প্রকাশ করেন।
১৩ / ১৬
বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ছুটছেন।
১৪ / ১৬
ফয়সাল আহমেদ ফাহিমের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজক ও অতিথিরা।
১৫ / ১৬
শেষ ম্যাচে গণবিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত।
১৬ / ১৬
শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন মো. আরাফাত মিয়া।