ঢাকা পর্বে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আজ বুধবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ৮-১ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে দেয়। পরে দিনের দ্বিতীয় খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ৫-০ গোলে ইস্টার্ন ইউনিভার্সিটি-বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ খেলায় গণবিশ্ববিদ্যালয় ৬-১ গোলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিরুদ্ধে জয়লাভ করে। খেলা হয় ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের মাঠে।