রমজানে কলার দাম চড়া

সিলেটে রমজান উপলক্ষে কলার দাম বেড়েছে। কলার চাহিদা বেড়ে যাওয়ায় আড়তে দাম বাড়িয়েছেন কলা ব্যবসায়ীরা। আড়ত ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কলা। মানভেদে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। সপ্তাহখানেক আগেও খুচরা বাজারে প্রতি হালি কলার দাম ছিল ২০-৩০ টাকা। আড়তে প্রতিটি কলার ছড়িতে ২০০ থেকে ৩০০ টাকা দাম বাড়িয়ে ৫০০-৬০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। সিলেট নগরের কদমতলী ফলের আড়ত থেকে পাইকারি দরে কলা বেচাকেনা।

১ / ১২
কলা নিয়ে বসে আছেন বিক্রেতা, কলা কিনতে এসেছেন ক্রেতা
২ / ১২
কাঁচা-পাকা কলা নিয়ে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতা
৩ / ১২
কলার আড়তে কলা কিনতে এসেছেন এক খুচরা বিক্রেতা
৪ / ১২
এই ব্যক্তি ভ্যান নিয়ে এসেছেন কলা কিনতে
৫ / ১২
বাজারে এমন মাঝারি আকারের কলার চাহিদা বেশি
৬ / ১২
কলা বিক্রির জন্য চলছে দরদাম
৭ / ১২
পাইকারি দরে কলা কিনে কাভার্ড ভ্যানে করে নেওয়া হচ্ছে
৮ / ১২
থরে থরে সাজানো কলার ছড়ি
৯ / ১২
পাকা কলা বিক্রির জন্য বসেছেন এই ব্যবসায়ী
১০ / ১২
রোজার মাসে কলার চাহিদা থাকায় দুই ছড়ি কলা কিনে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন দুজন
১১ / ১২
আড়ত থেকে কলা কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে
১২ / ১২
প্রায় দ্বিগুণ দামে কলা বিক্রি করছেন ব্যবসায়ীরা