সকাল থেকে বসন্তের রঙে সেজেগুজে গল্প, আড্ডা, সেলফিতে মেতেছেন তরুণ–তরুণীরা। বসন্তবরণ উৎসবের আয়োজনে নাচ–গান–কবিতায় মঞ্চসহ আশপাশের এলাকা ছিল উৎসবমুখর। ঢোলের বাজনায় বের করা হয়েছে শোভাযাত্রা। সারা দেশে আজ ছড়িয়েছে রঙের ছটা।

১ / ১৫
নাচে–গানে মেতেছে নানা বয়সী ব্যক্তিরা। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
২ / ১৫
বসন্তবরণ উৎসবে নৃত্য পরিবেশনায় দুই শিক্ষার্থী। বকুলতলা, সরকারি মহিলা কলেজ, বরিশাল
ছবি: সাইয়ান
৩ / ১৫
উত্সবে মেতেছেন পাহাড়ি তরুণীরা। কিং ডম গার্ডেন, রাঙাপান্নি গ্রাম, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৫
বাসন্তী সাজে সেজে দলবেঁধে দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত তাঁরা। এমসি কলেজ ক্যাম্পাস, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
মাথায় ফুলের মালা পরে মুঠোফোনে সেলফি তুলছেন একজন। শাহবাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি: সাজিদ হোসেন
৬ / ১৫
এক কিশোরী আরেক কিশোরীর খোঁপায় গুঁজে দিচ্ছে ফুল। সরকারি মহিলা কলেজ, বরিশাল
ছবি: সাইয়ান
৭ / ১৫
বসন্ত উৎসব উদ্‌যাপনে নিজেকে ফুল দিয়ে সাজিয়েছেন এক নারী। শাহবাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৫
নাচে-গানে রং ছড়িয়ে আনন্দে ভেসেছে সবাই। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৯ / ১৫
আবিরে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১০ / ১৫
নৃত্য পরিবেশনায় একদল কিশোরী। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১১ / ১৫
সমবেত নৃত্যে একদল শিশু। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১২ / ১৫
ঢোলের বাজনায় মঞ্চ এলাকা মুখর। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৫
দলীয় নৃত্য পরিবেশনা। পাহাড়তলী, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৫
বসন্ত উৎসবে মুঠোফোনে নিজেদের তোলা ছবি দেখে আনন্দিত তাঁরা। সরকারি মহিলা কলেজ, বরিশাল
ছবি: সাইয়ান
১৫ / ১৫
বসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা। চারুকলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম