শীতকালের কাফনা নদী
কাফনা নদী। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখ এলাকায় সারি গোয়াইন নদ থেকে এই নদীর উৎপত্তি। সেখান থেকে বিভিন্ন খাল-বিল-জলাশয়ে প্রবাহিত জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার হাওর হয়ে সুরমা নদীর শাখা কুশিগাঙ নদে মিলিত হয়ে। ২৭ কিলোমিটার দীর্ঘ নদীটি দুটি উপজেলায় গুরুত্বপূর্ণ নদী হিসেবে বিবেচিত। স্থানীয় কৃষি এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্ষাকালে এটি আশপাশের অঞ্চলের পানি প্রবাহে সহায়তা করে এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পানির চাহিদা পূরণ করে। তবে দীর্ঘদিন এই নদীটি খনন না করায় বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাচ্ছে। ছবিগুলো সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের মানিকগঞ্জ এলাকা থেকে তোলা।