জলে ভাসা জীবন
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকায় বুখাইনগর নদের তীরে বসবাস করেন মান্তা জনগোষ্ঠীর মানুষেরা। নৌকাতেই বসবাস তাঁদের। রান্নাবান্না, খাওয়া, ঘুমানো সবই চলে সেখানে। বর্তমানে মান্তাদের প্রায় ৫০টি পরিবার লাহারহাট এলাকায় বসবাস করছে। নদ-নদীতে মাছ ধরাই তাঁদের একমাত্র জীবিকা। লাহারহাট এলাকার আশপাশে থাকা বিঘাই, কালাবদর নদে তাঁরা মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।