বরইয়ের বাজারে ব্যস্ততা

রংপুর নগরের সিটি বাজারের সামনে প্রতিদিন বসে বরইয়ের পাইকারি বাজার। জেলার বিভিন্ন জায়গা থেকে ভোরবেলায় এখানে বরই আনা হয়। ক্রেতা–বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে বাজার। এই বাজার চলে বেলা ১১টা পর্যন্ত। প্রতি মণ বরই জাত ও আকারভেদে ২ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। বরইয়ের পাইকারি বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৯
বাজারে আনা বরই পিঠে চাপিয়ে নামিয়ে আনছেন একজন
২ / ৯
বস্তার মুখ খুলে বাজারে বরই সাজিয়ে রাখা হয়েছে
৩ / ৯
হাতে তুলে বরই দেখাচ্ছেন বিক্রেতা
৪ / ৯
বরইয়ের বাজারে ক্রেতা–বিক্রেতার ভিড়
৫ / ৯
পাইকারের সঙ্গে চলছে দরদাম
৬ / ৯
হাতে নিয়ে বরইয়ের মান পরখ করছেন তিনি
৭ / ৯
কেনার আগে মেপে দেখার পালা
৮ / ৯
বরই ভরার পর প্যাকেটের গায়ে ওজন লিখে রাখা হচ্ছে
৯ / ৯
বরই নিয়ে গন্তব্যের পথে যাত্রা খুচরা ব্যবসায়ীর