সিলেটের হাওরে শীতের অতিথি
সিলেট শহরের মোমিনখলা এলাকার বগলাজান হাওর। শহরের বড়খলা ও চান্দাই আবাসিক এলাকায় এখনো টিকে থাকা একমাত্র হাওর এটি। সিলেট রেলওয়ে স্টেশন ও ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া এই হাওরে এসেছে শীতের পাখি। কচুরিপানায় ঠাসা প্রায় পুরো হাওর। কচুরিপানা ও হাওরের জলে নিরাপদ আশ্রয় নিয়েছে পাতিসরালি নামে পরিচিত এই পরিযায়ী পাখি। ট্রেনের হুইসেল কিংবা গাড়ির হর্ন বাজলেই ঝাঁক বেঁধে আকাশে ওড়াউড়ি করে এসব পাখি। ওড়াউড়ি শেষে আবার আশ্রয় নেয় হাওরের কচুরিপানা আর জলে। সারা দিন পাখির কলরবে মুখর বগলাজান হাওর। সম্প্রতি ছবিগুলো তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯