শাপলা ফুলের সৌন্দর্য

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল। সিলেটের বিভিন্ন হাওরেও দেখা মেলে শাপলা ফুলের। সাদা শাপলার পাশাপাশি শরতের এই সময়ে বেশি দেখা যায় লাল শাপলা। শাপলার সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা। ছবিগুলো সম্প্রতি সিলেট সদরের ভাটা ও তারাপুর চা-বাগান থেকে তোলা।

১ / ৯
জলাশয়ে সবুজ পাতার ফাঁকে লাল শাপলা ফুল। সিলেট সদরের ভাটা এলাকা থেকে তোলা।
২ / ৯
এখনো পুরোপুরি ফোটেনি এই শাপলা। সিলেট সদরের ভাটা এলাকায়।
৩ / ৯
লাল শাপলার ঝাড়।
৪ / ৯
চা-বাগানের জলাশয়ে দূর থেকে  লাল শাপলার সৌন্দর্য উপভোগ্য। ছবিটি তারাপুর চা-বাগান থেকে তোলা।
৫ / ৯
তারাপুর চা-বাগানের জলাশয়ে বৃষ্টিভেজা শাপলা ফুল ও পাতা।
৬ / ৯
শাপলা ফুলটি যেন ভেসে চলেছে। ছবিটি তারাপুর চা-বাগান থেকে তোলা।
৭ / ৯
শাপলার সৌন্দর্য। ছবিটি তারাপুর চা-বাগান থেকে তোলা।
৮ / ৯
কাছ থেকে দেখা শাপলা ফুল। ছবিটি তারাপুর চা-বাগান থেকে তোলা।
৯ / ৯
বৃষ্টির পর হেলে পড়েছে শাপলা ফুলটি। ছবিটি তারাপুর চা-বাগান থেকে তোলা।