বৈশাখের রসাল ফল

বৈশাখের শুরু থেকে বাজারে আসতে শুরু করেছে নানা ফল। ভালো ফলন হওয়ায় দামও তুলনামূলক হাতের নাগালে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে এসব ফল আসে চট্টগ্রামের কদমতলী ও কোতোয়ালির আড়তে। সেখান থেকে কেনেন খুচরা বিক্রেতারা। গরম বেশি হওয়ায় আনারস, বেল ও পেঁপের মতো রসাল ফলের চাহিদা বেশি। সম্প্রতি নগরের স্টেশন রোড এলাকায়।

১ / ১০
বাজারে বিক্রি হচ্ছে বড় বড় আনারস
২ / ১০
কাঁঠালও বাজারে আসতে শুরু করেছে
৩ / ১০
ভ্যানে আনারস সাজিয়ে রাখছেন বিক্রেতা
৪ / ১০
দেয়ালে আঁকা ছবির পাশে রাখা হয়েছে আনারস
৫ / ১০
ক্রেতাদের আনারস দেখাচ্ছেন তিনি
৬ / ১০
ফল বিক্রির টাকা বোতলে রেখেছেন এক বিক্রেতা
৭ / ১০
ডালায় পেঁপে সাজিয়ে রাখছেন এক খুচরা বিক্রেতা
৮ / ১০
আকার অনুযায়ী বেল আলাদা করে রাখছেন তিনি
৯ / ১০
ভালো রাখতে কাগজে মোড়ানো হচ্ছে পেঁপে
১০ / ১০
বিক্রির জন্য বাঙ্গি সাজিয়ে রাখা হয়েছে