এটা কি সড়ক?

ছয় মাসের বেশি সময় ধরে রাজধানীর দক্ষিণখানের প্রধান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। উত্তরা-২ নম্বর সেক্টরসংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং থেকে দক্ষিণখানের মধুবাগ পর্যন্ত (এস এম মোজাম্মেল হক সড়ক)  বিভিন্ন অংশে ঠিক মাঝবরাবর খুঁড়ে রাখা হয়েছে।  পরিস্থিতি এমন যে সড়কের কোনো কোনো অংশে হাঁটার জায়গাটুকুও এখন নেই। ছবিগুলো গত শনিবার দুপুরে তোলা।

১ / ৭
নালার পাইপ বসানোর জন্য মাটি খুঁড়ে সড়কের ওপর রাখা হয়েছে।
২ / ৭
খুঁড়ে রাখা জায়গায় জমেছে পানি।
৩ / ৭
পুরো সড়ক একসঙ্গে খোঁড়া হয়েছে।
৪ / ৭
সড়কের মাটি খোঁড়ার কারণে ওয়াসার পানির লাইন কেটে যায়। তাই ওয়াসার পাইপে নলকূপ বসিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
৫ / ৭
সড়কের ওপর ফলের দোকান বসিয়েছেন বিক্রেতারা। হেঁটে চলাই দায় মানুষের জন্য।
৬ / ৭
সড়কে ময়লা পানি জমেছে।
৭ / ৭
পাইপ সড়কে পড়ে থাকায় দুর্ভোগে পড়ছেন পথচারীরা।