কর্ণফুলী ও গাঙচিলের মিতালি
কর্ণফুলীর শান্ত জলরাশি এখন মুখর গাঙচিলের কলকাকলিতে। বছরের প্রায় সময় এদের দেখা গেলেও শীতের এ সময়ে গাঙচিলের ঝাঁক মাতিয়ে রাখে নদীর সদরঘাট এলাকা। খাবারের আশায় মাছ ধরার নৌকা বা যাত্রীবাহী জাহাজের পিছু পিছু উড়ে চলে তারা। যাত্রীরাও খাবার ছিটিয়ে তাদের কাছে ডাকে। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী ও গাঙচিলের এই অপূর্ব মিতালির ছবি নিয়ে এই ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯