ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা

ঢাকা-সিলেট মহাসড়ক। ২০৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে, তবে খুবই ধীরগতিতে। এর ফলে আগের মূল সড়কের পাশে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দ, কাদা ও ধুলাবালুর কারণে চলাচলকারীদের প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হয়। মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে অনেক যানবাহন। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড অংশ নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৮
মূল সড়কের পাশে কাদাজল। ফলে বাসগুলো সড়কের ওপরেই যাত্রী ওঠানো–নামানোর কাজ সারছে।
২ / ৮
মাটি কেটে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। এতে মহাসড়ক সংকুচিত হয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।
৩ / ৮
ভারী বৃষ্টিতে মাটি সরে গর্ত সৃষ্টি হয়েছে।
৪ / ৮
বিশ্বরোড গোলচত্বরের চারপাশে জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়। আর রোদ উঠলে এই কাদামাটি ধুলায় পরিণত হয়।
৫ / ৮
গোলচত্বরের চারপাশে বিভিন্ন জায়গায় পানি জমে আছে।
৬ / ৮
মহাসড়কে কাদাজল মাড়িয়ে চলছে যাত্রীবাহী বাস।
৭ / ৮
নির্মাণাধীন সড়ক ধুলায় আচ্ছন্ন।
৮ / ৮
হাইওয়ে পুলিশ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগে ইট–বালু দিয়ে কিছু জায়গায় গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু বৃষ্টি হলেই তা সরে গিয়ে আবার কাদাজলে ভরে যায়।