কর্ণফুলী ঘাটে হাঙর

২০২১ সালে বন বিভাগের বন্য প্রাণী বিভাগ হাঙর মাছকে বিপন্ন প্রাণী ঘোষণা করেছে। কিন্তু এ হাঙর বাঁচাতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে নির্বিচার জেলেরা হাঙর শিকার করে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে টাইগার, বুল, গ্রেট হোয়াইট, নার্স ও হ্যামারহেড শার্ক। এসব হাঙরের ফুলকাসহ বিভিন্ন অংশ রপ্তানিও করা হয়। তাই লোভে পড়ে হাঙর ধরা হয় বলে জানান মৎস্যজীবীরা। হাঙর শিকারের পর তা শ্রমিকদের সাহায্যে এভাবে নিয়ে যাওয়া হয় বাজারে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী ঘাট থেকে ছবিগুলো তোলা।

১ / ১০
মাথায় করে বিভিন্ন রকমের হাঙর নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।
২ / ১০
বিশাল আকারের টাইগার হাঙর নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে।
৩ / ১০
শিকার করা হয়েছে হ্যামারহেড হাঙর।
৪ / ১০
ট্রলার থেকে নামানো হচ্ছে বড় আকারের হাঙর।
৫ / ১০
শিশুশ্রমিক আসিফ মাথায় করে নিয়ে যাচ্ছে একটি হ্যামারহেড হাঙর।
৬ / ১০
মাঝারি আকারের একটি গ্রেট হোয়াইট হাঙর।
৭ / ১০
ধরা পড়ে বড় আকারের ফুলাইশ্যা হাঙর।
৮ / ১০
শিকারের পর জড়ো করা হয়েছে কয়েকটি হাঙর।
৯ / ১০
কানে ও মুখে দড়ি বেঁধে নিয়ে আসা হয় গ্রেট হোয়াইট হাঙরটি।
১০ / ১০
বিশাল আকারের টাইগার হাঙর।