বাঁশের শিল্পকর্ম

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মো. শাহ জামাল দীর্ঘদিন ধরে বাঁশের শিল্পকর্ম তৈরি করছেন। এর মধ্যে রয়েছে বাঁশের তৈরি দিনপঞ্জিকা, কলমদানি, ঝাড়বাতিসহ ঘর সাজানোর নানা তৈজসপত্র। এসব নান্দনিক শিল্পকর্ম দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে ইউরোপ ও আমেরিকায়। ছবিতে দেখা যাক বাঁশের তৈরি এসব শিল্পকর্ম।

১ / ৭
বাগান থেকে বাছাই করা বাঁশ কাটা হচ্ছে। সেই বাঁশ দিয়েই তৈরি হবে বিভিন্ন পণ্য।
২ / ৭
পণ্য তৈরির জন্য আকার অনুযায়ী বাঁশ কাটা হচ্ছে।
৩ / ৭
সিরিশ কাগজ দিয়ে ঘষে বাঁশের তৈরি শোপিস পরিষ্কার করছেন নারী শ্রমিক।
৪ / ৭
বাঁশের ফুলদানিতে রং দিয়ে নকশা আঁকছেন শাহ জামাল।
৫ / ৭
রং করার পর বাঁশের তৈরি বিভিন্ন পণ্য রোদে শুকাতে দেওয়া হচ্ছে।
৬ / ৭
বাঁশের তৈরি হাতপাখা তৈরি করছেন এক নারী শ্রমিক।
৭ / ৭
বিক্রির জন্য প্রস্তুত মালামাল প্যাকেট করছেন মো. শাহ জামাল।