ছড়ার স্বচ্ছ জলে মাছ ধরা

হাওর-বাঁওড়, খাল-বিলে সারা বছর মাছ ধরার দৃশ্য দেখা যায়। নানা ফাঁদ বা জাল দিয়ে মাছ ধরেন পেশাদার মৎস্যজীবী ও সৌখিন শিকারিরা। এ সময়ে কমতে শুরু করেছে বিভিন্ন নদ-নদী ও পাহাড়ি ছড়ার পানি। স্বচ্ছ পানিতে দৃশ্যমান হয় ছোট-বড় মাছ। হাঁটুপানিতে মাছের ঝাঁক দেখে দেখে জাল ফেলে প্রাকৃতিক ছড়ায় মাছ শিকার করছেন তাঁরা। উড়াল জাল কাঁধে নিয়ে হেঁটে হেঁটে পানিতে মাছের ঝাঁক দেখে জাল ফেলে মাছ শিকার করছেন সৌখিন শিকারি। এতে ছোট মাছ ধরা পড়ছে বেশ। ছবিগুলো সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ‘উৎমা ছড়া’ থেকে তোলা।

১ / ৭
স্বচ্ছ পানিতে নেমে জাল ফেলার অপেক্ষায় একজন।
২ / ৭
ছড়ার মাঝখানে চর জেগেছে। সেখানে দাঁড়িয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
৩ / ৭
স্বচ্ছ জলে দেখে দেখে জাল নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন।
৪ / ৭
উড়াল জাল পানিতে ফেলেছেন।
৫ / ৭
একজন জাল ফেলে মাছ ধরছেন, আরেকজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
৬ / ৭
পাহাড়ি এই প্রাকৃতিক ছড়ায় পানি কম থাকায় মাছ শিকার করছেন তাঁরা।
৭ / ৭
মাছও পাওয়া গেছে বেশ। মাছ নিয়ে যাচ্ছেন আরেকজন।