কুয়াশায় ঢাকা শীতের সকাল
অগ্রহায়ণ মাসের শেষ দিন আজ। কাল থেকে পৌষের শুরু। আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হচ্ছে। তবে প্রকৃতিতে শীত নেমেছে বেশ আগেই। অনেক স্থানে সকালটা ঢেকে থাকছে ঘন কুয়াশায়। ফলে জনজীবন কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে। তবু নানা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হতে হয় মানুষকে। শীতের কুয়াশায় ঢাকা সকালের ছবিগুলো গত শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা লাদুরপুকুর এলাকা থেকে তোলা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭