কাঞ্চনজঙ্ঘার কত রূপ

সমতল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দ পাওয়া যায় শুধু পঞ্চগড়েই। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর, হেমন্তের এই সময় প্রতিবছরই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রূপ। মেঘ বা কুয়াশার ঘনঘটা না থাকলে পরিষ্কার আকাশে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে তার দর্শন মেলে। সবচেয়ে ভালো দেখা যায় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে। তবে ভাগ্য সহায় না হলে দূরদূরান্ত থেকে সেখানে গিয়েও তার দেখা পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। কুয়াশার ঘোমটা সরিয়ে এ বছর খুব স্বল্প পরিসরে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। ভোরের প্রথম আলো থেকে সন্ধ্যার শেষ মুহূর্ত পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রং বা রূপের দৃশ্য নিয়ে এই ছবির গল্প। পঞ্চগড়ের তেঁতুলিয়া ঘুরে ছবিগুলো তুলেছেন হাসান মাহমুদ।

১ / ১১
ভোরের প্রথম আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়।
২ / ১১
সূর্যের আভায় লালবর্ণ ধারণ করেছে পর্বতের সর্বোচ্চ চূড়াটি।
৩ / ১১
কুয়াশার ঘোমটা সরিয়ে ধীরে ধীরে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
৪ / ১১
সকাল থেকেই ছুটোছুটি শুরু করেছে পাখিরা।
৫ / ১১
বেলা বাড়তেই রক্তিম বর্ণ থেকে সাদা হতে থাকে পাহাড়।
৬ / ১১
সকাল থেকে মাঠের কাজে যাচ্ছেন কৃষক, তখনো মাথার ওপর বিশাল পর্বতশৃঙ্গ।
৭ / ১১
সীমান্ত এলাকায় জমি চাষে ব্যস্ত কৃষক।
৮ / ১১
কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতে দূরদূরান্ত থেকে প্রতিদিন ভিড় করেন আলোকচিত্রীরা।
৯ / ১১
জমিতে কাজে ব্যস্ততায় পাহাড় দেখার সময় কই কৃষকের।
১০ / ১১
তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় পাহাড় দেখতে পর্যটকের ভীড়।
১১ / ১১
বিকেলের আলোয় আবার হলুদ থেকে লাল হতে চলেছে পাহাড়।