রাঙামাটির লিচু

রাঙামাটিতে দেশি লিচুর চাষ এবং ফলন ভালো। পাহাড়ে চাষ করা দেশি লিচুর স্বাদ হালকা টক- মিষ্টি। বোম্বে ও চায়না থ্রি লিচুও অনেকেই চাষ করছেন। এ বছর গরম বেশি তাই লিচুও আগে পাকা শুরু হয়েছে। গাছে গাছে পাকা লিচু ঝুলছে। রাঙামাটি বিভিন্ন এলাকার ছবি।

১ / ১০
গাছে ঝুলছে টসটসে লিচু।
২ / ১০
চায়না থ্রি লিচু এখনো পুরোপুরি পাকেনি। আধা পাকা লিচু কিনছেন কয়েকজন পর্যটক।
৩ / ১০
বনরূপা বাজারে এসেছে রসাল লিচু।
৪ / ১০
বাগান থেকে লিচু কেনার পর বাছাই করা হচ্ছে। রাঙামাটি সদরের বড়াদম বার্গী লেক ভ্যালি রিসোর্ট এলাকায়।
৫ / ১০
পাহাড়ি এক তরুণ পাকা লিচু পাড়ছেন।
৬ / ১০
বোম্বে লিচু কয়েক দিন পর পাকবে। রাঙামাটি সদরের তঞ্চঙ্গ্যা পাড়া থেকে তোলা।
৭ / ১০
ঝুড়িভর্তি লিচু গাছ থেকে নামিয়ে নিচ্ছেন একজন। রাঙামাটি সদরের বড়াদম বার্গী লেক ভ্যালি এলাকার ছবি।
৮ / ১০
লিচুর আঁটি বাঁধছেন এক নারী।
৯ / ১০
গাছ থেকে লিচু সংগ্রহ করছেন এক তরুণ।
১০ / ১০
রাঙামাটি সদরের বিলাইছড়ি পাড়া থেকে ঝুড়িভর্তি লিচু বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন একজন।