সংগ্রামী নারীর গল্প: পত্রিকা বিক্রেতা থেকে ইউপি সদস্য
সাইকেলে চড়ে শুরু, এখন চালান ইলেকট্রিক বাইক। এই নারী ২০১২ সাল থেকে মানুষের দ্বারে দ্বারে পত্রিকা বিলি করে আসছেন। শুধু কি তা–ই, তিনবারের চেষ্টায় হয়েছেন ইউপি সদস্য, এলাকায় গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। তবে যে পত্রিকা বিক্রি দিয়ে তাঁর উঠে আসা, সেই কাজ এখনো করছেন আনন্দ নিয়েই। নাম জান্নাতুল সরকার হলেও চম্পা নামেই বহুল পরিচিত ৩৯ বছর বয়সী এই সংগ্রামী নারীর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিক বাইন গ্রামে। স্থানীয় বাসিন্দাদের কাছে প্রিয়মুখ হয়ে উঠেছেন তিনি। জীবনযুদ্ধে হার না মানা জান্নাতুল সরকারের দৈনন্দিন কর্মকাণ্ডের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০