সিলেটের টসটসে টমেটো

খেত থেকে টমেটো তুলছেন চাষিরা। শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে এসব টমেটো বাজারে আসতে শুরু করে। টমেটো তোলার জন্য প্রতিটি খেতে এখন চাষিদের ব্যস্ত সময় কাটছে। মানভেদে প্রতি কেজি টমেটো ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন চাষিরা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। দাম কিছুটা পড়তি হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। সম্প্রতি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ফাগইল গ্রাম থেকে তোলা।  

১ / ১২
খেত থেকে তুলে আনার পর এক জায়গায় টমেটো স্তূপ করে রাখা হচ্ছে।
২ / ১২
খেত থেকে টমেটো তুলছে কয়েকজন শিশু–কিশোর।
৩ / ১২
এক জায়গায় জড়ো করার জন্য টমেটো নেওয়া হচ্ছে।
৪ / ১২
খেত থেকে আনার পর টমেটো রাখা হচ্ছে এক জায়গায়।
৫ / ১২
টসটসে পাকা ছাড়াও আধা পাকা টমেটোও আছে।
৬ / ১২
টমেটো বাছাইয়ের কাজে ব্যস্ত দুই চাষি।
৭ / ১২
টমেটোর ভালো ফলনে চাষির মুখে হাসি।
৮ / ১২
চলছে টমেটো বাছাইয়ের কাজ।
৯ / ১২
টমেটোর স্তূপ।
১০ / ১২
মানভেদে সাজানো হচ্ছে টমেটো।
১১ / ১২
ক্রেট–ভর্তি টমেটো নিয়ে পাইকারের অপেক্ষায় তিনি।
১২ / ১২
পাইকারি দরে টমেটো কিনতে খেতে গাড়ি নিয়ে এসেছেন কারবারি।