সিলেটে দরজিবাড়ির ব্যস্ততা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠতে শুরু করেছে সিলেটের বিভিন্ন দরজিবাড়ি। রোজার শুরু থেকে দরজিবাড়ির ব্যস্ততা বাড়ে। ঈদে নতুন কাপড় কিনে নিজের পছন্দের নকশায় পোশাক তৈরি করতে অনেকে ছুটছেন টেইলার্স বা দরজির দোকানে। নগরের বিভিন্ন এলাকায় দরজির দোকানে এখন চলছে ঈদের পোশাক তৈরির কাজ। দিন-রাত সমানতালে কাজ করছেন কারিগরেরা। ছবিগুলো গত বুধবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার শুকরিয়া মার্কেট থেকে তোলা।

১ / ১৩
শার্টের মাপ দিচ্ছেন এক ব্যক্তি
২ / ১৩
কাপড় মাপে ব্যস্ত কাটিং মাস্টার
৩ / ১৩
কাপড় কেটে রাখা হয়েছে।
৪ / ১৩
কাপড়ের সঙ্গে মিল রেখে সুতার রং মেলাচ্ছেন কারিগর।
৫ / ১৩
সেলাই করার আগে সেলাই মেশিনে সুতা ভরা হচ্ছে।
৬ / ১৩
সেলাইয়ের কাজ করছেন কারিগর।
৭ / ১৩
সেলাইয়ের কাজে ব্যস্ত এক কারিগর।
৮ / ১৩
এক মনে কাপড় সেলাই করে যাচ্ছেন এক কারিগর।
৯ / ১৩
কারখানাগুলোর ব্যস্ততার চিত্র।
১০ / ১৩
শার্ট সেলাই করছেন কারিগর।
১১ / ১৩
দিন-রাত এমন ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
১২ / ১৩
ক্লান্ত হয়ে কারখানায় ঘুমিয়ে পড়েছেন এক কারিগর।
১৩ / ১৩
প্রস্তুত করা হচ্ছে গ্রাহকের পোশাক।