শখের জিনিসের মেলা

রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ৩ নম্বর (ভাস্কর্য) গ্যালারিতে চলছে শখের মেলা। হাজার রকম দেশি-বিদেশি ম্যাচবক্স, টাকা, মুদ্রাসহ বিভিন্ন শখের জিনিস ঠাঁই পেয়েছে মেলায়। নানা দেশের ডাকটিকিট বিশেষ খাম ও সিলমোহর বিক্রি হচ্ছে। আছে কার্ড, পেপার, বিভিন্ন সময়ের নথিপত্র, খেলনা গাড়ি ও পুরোনো গয়না। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই মেলা।

১ / ৮
মেলায় নানা ধরনের শখের জিনিস কিনতে ক্রেতাদের ভিড়।
২ / ৮
আছে ম্যাচবক্স, ডাকটিকিটসহ নানা শখের জিনিস।
৩ / ৮
রিকশাচিত্রসহ দেশীয় নানা ম্যাচবক্স আছে মেলায়।
৪ / ৮
পুরোনো দিনের গয়না বিক্রির জন্য রাখা হয়েছে।
৫ / ৮
স্টলে বিদেশি মুদ্রা দেখছেন এক দর্শক।
৬ / ৮
নানা দেশের মুদ্রা সাজিয়ে রাখা হয়েছে।
৭ / ৮
মেলায় আছে চাবির রিং, লাইটার, ম্যাচবক্সসহ নানা শখের জিনিস।
৮ / ৮
আছে বিভিন্ন দেশের স্ট্যাম্প।