গ্যাসসংকটে বিপাকে তাঁরা

গ্যাসসংকটের কারণে রাজধানীর অনেক পাম্পেই গ্যাস সরবরাহ বন্ধ। যেখানে সরবরাহ আছে, সেখানেও চাপ অনেক কম থাকায় যানবাহন চালকেরা গ্যাস কম পাচ্ছেন। সিএনজিচালিত যানবাহনগুলোর চালকেরা পড়েছেন বিপাকে। দীর্ঘ সময় পাম্পের সামনে যানবাহনের চালকদের অপেক্ষা করতে দেখা গেছে। ছবিগুলো গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ৮
গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে সিএনজিচালিত যানবাহন। বেলা সাড়ে তিনটা, শনির আখড়া
২ / ৮
এই পাম্পটি সকাল থেকে স্বল্প পরিমাণে গ্যাস সরবরাহ করেছে।  দুপুরে বিদ্যুৎ না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়। বেলা সাড়ে তিনটা, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, শনির আখড়া
৩ / ৮
কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। শনির আখড়ার একটি পাম্পে
৪ / ৮
গ্যাস নেই। তাই অটোরিকশাও বের করতে পারছেন না চালকেরা
৫ / ৮
প্রায় দুই ঘণ্টা ধরে শনির আখড়ায় পাম্পের সামনে লাইনে অপেক্ষা করছেন এই চালক
৬ / ৮
রায়েরবাগ এলাকায় আরেকটি পাম্পে সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি
৭ / ৮
সকাল নয়টায় এসে লাইনে থেকেও বেলা দুইটা পর্যন্ত গ্যাস পাননি এই চালক। চানখাঁরপুল এলাকার একটি পাম্পে
৮ / ৮
মেইন লাইনে গ্যাস না থাকার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে চানখাঁরপুল এলাকার একটি পাম্প