মহাসড়কে বিশৃঙ্খলা

দেশের মহাসড়কগুলোতে অবাধে চলছে অবৈধ তিন চাকার যান। হেলমেট পরছেন না অনেক মোটরসাইকেল আরোহী। সড়ক পারাপারে অনেক সময় ব্যবহার করা হচ্ছে না পদচারী–সেতু। এসবের জেরে মহাসড়কগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সারা দেশের বিভিন্ন মহাসড়ক থেকে গত তিন দিনে তোলা এসব ছবি নিয়ে আজকের গল্প।

১ / ১০
নিয়মনীতির তোয়াক্কা না করেই বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে তিন চাকার  যানবাহন। গোদারপাড়, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ১০
মহাসড়কে চলছে ভ্যান। কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়া ভ্যানে বোঝাই করা হয়েছে রড। বগুড়া-নাটোর মহাসড়ক, বয়ড়াদিঘী, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ১০
বগুড়া-রংপুর মহাসড়ক উন্নয়নের কাজ চলছে। এরই মধ্যে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে ভ্যান। নওদাপাড়া, বগুড়া
ছবি: সোয়েল রানা
৪ / ১০
দূরপাল্লার বাসের মধ্যে ঢুকে পড়েছে বিপরীত দিক দিয়ে আসা একটি রিকশা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পদুয়া বাজার, কুমিল্লা
ছবি: এম সাদেক
৫ / ১০
হেলমেট ছাড়াই ঝুঁকি নিয়ে চলাচল করছেন মোটরসাইকেলের চালকেরা। রাজশাহী-নাটোর মহাসড়ক, তালাইমারী, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৬ / ১০
গাছের ভারী গুঁড়ি নিয়ে চলছে নছিমন। পাবনা-ঢাকা মহাসড়ক, জালালপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৭ / ১০
দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে পরিবারের তিন সদস্যকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাজশাহী-নাটোর মহাসড়ক, তালাইমারী, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১০
মাথায় নেই হেলমেট। এরপর আবার মুঠোফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ঢাকা-খুলনা মহাসড়ক, কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১০
তিন চাকার যানে ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন এই শ্রমিকেরা। পাবনা-ঢাকা মহাসড়ক, কাশিনাথপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
১০ / ১০
পাশেই রয়েছে পদচারী–সেতু। এরপরও ঝুঁকি নিয়ে মহাসড়কের বিভাজকের ফাঁক গলে পার হচ্ছেন এক পথচারী। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর
ছবি: মঈনুল ইসলাম