তৈরি হচ্ছে কোরবানির পশুর হাট, উঠছে গরু

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে চলছে পশুর হাট তৈরির প্রস্তুতি। এর মধ্যে কুষ্টিয়া থেকে অনেক ব্যাপারী সাগরিকা পশু হাটে গরু নিয়ে এসেছেন। ব্যাপারীরা পানি দিয়ে গরু ধুয়েমুছে রাখছেন। ক্লান্ত শরীর নিয়ে অনেক ব্যাপারী মাটি ও মাচাংয়ে ঘুমাচ্ছেন। আশপাশে বিভিন্ন এলাকা থেকে শিশু ও তরুণেরা পশুর হাটে এসে দুরন্তপনায় মেতে উঠছে।

১ / ১০
গরু রাখার জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে।
২ / ১০
লাগানো হচ্ছে বৈদ্যুতিক বাতি।
৩ / ১০
খুঁটি বসানোর জন্য গর্ত করা হচ্ছে।
৪ / ১০
গরুকে গোসল করানো হচ্ছে।
৫ / ১০
গরুকে খাওয়ানোর জন্য আনা হচ্ছে পানি।
৬ / ১০
ভাত খাচ্ছেন ব্যাপারীরা।
৭ / ১০
বাঁশের খুঁটিতে ‘বুকিং স্টিকার’ ঝোলানো হয়েছে।
৮ / ১০
গরুর জন্য খড় ও ভুসি মাখা হচ্ছে।
৯ / ১০
মুছে দেওয়া হচ্ছে গরুর শরীর।
১০ / ১০
ছাগলের সঙ্গে দুরন্তপনায় এক কিশোর।