আমবাগানে আদা চাষ

আমবাগানে সাথি ফসল হিসেবে আদা চাষ করেছেন সৈয়দ আলী। বৈশাখ মাসে আমগাছের ফাঁকে ফাঁকে ৩০ হাজারে মতো প্লাস্টিকের প্যাকেটে আদা রোপণ করেন এই চাষি। ৯ মাস পর গাছ থেকে আদা তুলতে পারবেন। গত বছর এই একই বাগান থেকে সাড়ে চার লাখ টাকার আদা বিক্রি করেছেন সৈয়দ আলী। লাভ হয়েছে প্রায় দুই লাখ টাকা। রংপুরের মিঠাপুকুর উপজেলার লালপুকুর এলাকার আমবাগানে আদা চাষ নিয়ে ছবির গল্প

১ / ১০
আদার চারায় কীটনাশক ছিটাচ্ছেন সৈয়দ আলীর ছেলে
২ / ১০
বাগানের আমও বেড়ে উঠেছে
৩ / ১০
মাটি থেকে আধা ফুট উঁচুতে বস্তায় মাটি ভরে আদা চাষ করা হয়
৪ / ১০
আমগাছের ফাঁকে সারি সারি প্লাস্টিকের বস্তায় আাদার চারা
৫ / ১০
আমগাছের নিচে আলোছায়ায় বেড়ে উঠেছে আদার চারা
৬ / ১০
পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে নালা
৭ / ১০
বাগানে আম পাড়ছেন সৈয়দ আলী
৮ / ১০
আদার চারার পাশে আম
৯ / ১০
আদার গাছ পরিচর্যা করছেন সৈয়দ আলী
১০ / ১০
আমবাগান ও আদা খেত পাহারা দিতে রাখা হয়েছে চৌকি