গরম আরও বেড়েছে, কষ্টে মানুষ

দিনের বেলা ঘরের বাইরে বের হলেই গায়ে লাগছে গরম বাতাস। কিছুক্ষণের মধ্যেই দরদরিয়ে ঝরতে থাকে ঘাম। এমন আবহাওয়ায় রোদ থেকে নিজেকে রক্ষায় গামছা, কাগজ, কাপড়, যার যেটা হাতের কাছে আছে, সেটা দিয়েই মাথা ঢেকে পথ চলছেন। গরমে টিকতে না পেরে পানিতে নেমে শরীর জুড়াচ্ছেন কেউ কেউ। সারা দেশের বিভিন্ন এলাকায় গরমে তৃষ্ণার্ত মানুষের কষ্টের চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্রের বাইরে বেরিয়েছেন মা তিথি রানী দাস। প্রচণ্ড গরমে বাবার সঙ্গে থাকা সন্তানকে কোলে নিয়ে বাতাস করছেন তিনি। আজিমপুর, ঢাকা, ২৬ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ৯
সকাল সাড়ে ৯টার রোদেই যেন শরীর পুড়ে যায়। তাই রোদ থেকে বাঁচতে মুখে গামছা পেঁচিয়েছেন রিকশাচালক। শিববাড়ি মোড়, খুলনা শহর, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
তপ্ত রোদ থেকে প্রশান্তি পেতে ভৈরব নদে নেমে আপন মনে পানিতে ভাসছে এক কিশোর। হার্ডবোর্ড ঘাট, খুলনা শহর, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
সূর্যের উত্তাপ থেকে রেহাই পেতে হাতের ফাইল দিয়ে মাথা আড়াল করেছেন তাঁরা। রাজশাহী নগর, ২৬ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৫ / ৯
প্রচণ্ড গরমে বাইরে কিছুক্ষণ থাকলেই পানির তেষ্টা পায়। তৃষ্ণা মেটাতে পানি পান করছেন এক রিকশাচালক। গৌড়হাঙ্গা গোরস্থান, রাজশাহী, ২৬ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৬ / ৯
দূর থেকে দেখে মনে হয় সড়কে কেউ পানি ঢেলে দিয়েছেন, আসলে প্রচণ্ড রোদের তাপে মরীচিকায় এমন দেখা যায়। নূরনগর, খুলনা শহর, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
খরতাপে রোদ থেকে শিশুসন্তানকে বাঁচাতে নিজের ওড়না দিয়ে তাকে ঢেকে রেখেছেন মা। সোনাডাঙ্গা বৌ বাজার, খুলনা শহর, ২৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৯
প্রচণ্ড গরমে চা–বাগানে কাজ করতে আসা শ্রমিকদের মাঝে লেবুর শরবত বিতরণ করছে চা–বাগান কর্তৃপক্ষ। ইস্পাহানী জেরিন চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ এপ্রিল
ছবি: শিমুল তরফদার
৯ / ৯
দেশব্যাপী চলমান তীব্র দাবদাহে হাঁসফাঁস জনজীবন। বেশ কয়েক দিন ধরে পাবনাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই গরমেও থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবন। কড়া রোদ থেকে রেহাই পেতে মাথার ওপর গামছা ধরে পথ চলেছেন ট্রান্সপোর্ট সার্ভিসের এই দিনমজুর। রাধানগর, পাবনা, ২৬ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ