রাজধানীতে তাজিয়া মিছিল

আজ ১০ মহররম পবিত্র আশুরা। দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। তাঁদের স্মরণে মুসলিম শিয়া মতাবলম্বীরা রাজধানীর লালবাগের হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন। আজিমপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১২
পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা
২ / ১২
হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি যায় ধানমন্ডি পর্যন্ত।
৩ / ১২
শিয়া সম্প্রদায়ের নারীরা মিছিলে মাতম করছেন
৪ / ১২
তাজিয়া মিছিলে লোহার তৈরি একটি ঘূর্ণমান কাঠামো নিয়ে কসরত দেখাচ্ছেন এক ব্যক্তি।
৫ / ১২
মিছিলে মাতম করছেন শিয়া মতাবলম্বীরা।
৬ / ১২
মিছিলে অংশ নেন হাজারো মানুষ।
৭ / ১২
মিছিলে মাতম করছেন শিয়া মতাবলম্বীরা।
৮ / ১২
শিশুকে নিয়ে তাজিয়া মিছিলে এসেছেন এক নারী
৯ / ১২
তাজিয়া মিছিলে অংশ নেন বিদেশিরাও
১০ / ১২
কারবালার যুদ্ধে শহীদ ইমাম হোসেন (রা.)-এর ঘোড়া ‘দুলদুল’-এর প্রতীকী ঘোড়া নিয়ে তাজিয়া মিছিলে হাঁটছেন শিয়া মতাবলম্বীরা। চারপাশে অনেক মানুষ ঘোড়াটিকে ছুঁয়ে দেখছেন।
১১ / ১২
তাজিয়া মিছিলে ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে সেই পানি নিচ্ছেন বা মাথায় দিচ্ছেন অনেকে
১২ / ১২
মিছিলে তাজিয়া নিয়ে যাচ্ছেন