হঠাৎ বৃষ্টিতে ভোগান্তি

শীত বিদায়ের কয়েক দিন না যেতেই বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। প্রকৃতিতে এখনো ঝড়–বৃষ্টি সেভাবে শুরু না হওয়ায় ঘর থেকে বেরোনোর সময় ছাতা হাতে নেননি অনেকেই। সে কারণে অফিস ছুটির সময় বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখী অনেককে। এদিন বৃষ্টি হয়েছে ঢাকার বাইরেও।

১ / ১০
বেশ বৃষ্টি হয়েছে রাজধানীতে। বিকেলে মগবাজার এলাকায়।
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
অল্প সময়ের বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীবাসী। বিকেল পৌনে পাঁচটায় বনানীতে।
ছবি: দীপু মালাকার
৩ / ১০
বৃষ্টির মধ্যে দৌড়ে সড়ক পার হচ্ছেন একজন। বিকেল পাঁচটা, বনানী, ঢাকা।
ছবি: দীপু মালাকার
৪ / ১০
বৃষ্টি থেকে বাঁচাতে শিশুকে কাপড়ে জড়িয়ে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছেন আরোহীরা। বিকেল পৌনে পাঁচটা, বনানী, ঢাকা।
ছবি: দীপু মালাকার
৫ / ১০
বৃষ্টির মধ্যে শিশুকে সঙ্গে নিয়ে পথ চলছেন এক ব্যক্তি। বিকেল পৌনে পাঁচটা, বনানী, ঢাকা।
ছবি: দীপু মালাকার
৬ / ১০
বইমেলায় বৃষ্টির বাগড়া। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১০
বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদেরও। বিকেলে কারওয়ান বাজার এলাকা
ছবি: খালেদ সরকার
৮ / ১০
বৃষ্টি থেকে বাঁচতে মাথায় কাপড় ধরে পথ চলছেন এক ব্যক্তি। জলেশ্বরীতলা, বগুড়া
ছবি: সোয়েল রানা
৯ / ১০
বৃষ্টিতে বের হয়ে ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও রিকশাচালকেরা। জলেশ্বরীতলা, বগুড়া
ছবি: সোয়েল রানা
১০ / ১০
বৃষ্টিতে ভাটায় তৈরি কাঁচা ইট ক্ষতিগ্রস্ত হওয়ায় বাকি ইট পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন শ্রমিকেরা। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ