সাশ্রয়ী হিসেবে জনপ্রিয়তা বাড়ছে সাইকেলের
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই সাইকেলে চেপে ছুটছেন গন্তব্যে। তবে রাজধানীতে যানজটে বসে থাকার ঝক্কি এড়াতে ও স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে সাইকেল অনেক দিন ধরেই বেশ জনপ্রিয়। সড়কে সাইকেলের জন্য রয়েছে নির্ধারিত লেন। তবে সেই লেনে চলে না সাইকেল। লেনের বেশির ভাগ অংশই থাকে গাড়ি পার্কিং ও ভ্রাম্যমাণ খাবারের দোকানের দখলে। সম্প্রতি রাজধানী ঘুরে তারই চিত্র তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।