১ / ১১
কম সময়ে কর্মস্থলে যেতে সাশ্রয়ী যান সাইকেল।
২ / ১১
প্রতিদিনই নিয়ম করে সাইকেল চালান দুই বন্ধু।
৩ / ১১
লেন রেখে মূল সড়কে সাইকেল নিয়ে ছুটছেন এক ব্যক্তি।
৪ / ১১
আগারগাঁও এলাকায় সাইকেলের লেনে খাবারের ভ্যান।
৫ / ১১
আগারগাঁও অফিসপাড়ায় সাইকেল লেনে সারা দিন গাড়ি পার্কিং করে রাখা হয়। তাই ইচ্ছা থাকলেও লেনে সাইকেল চালানোর সুযোগ নেই।
৬ / ১১
লেন দখলে থাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে নির্দিষ্ট লেন ছাড়াই চালাতে হয় সাইকেল।
৭ / ১১
আগারগাঁওয়ে সাইকেল লেনের পাশে নো–পার্কিং লেখা থাকলেও তা মানছে না কেউই।
৮ / ১১
বন্ধুর সাইকেলের পেছনে বসে নিজের সাইকেল নিয়ে ফিরছেন দুই বন্ধু।
৯ / ১১
বাংলামোটরে অফিস শেষে এক নারী সাইকেলে চেপে ঘরে ফিরছেন।
১০ / ১১
নির্ঝঞ্ঝাট বাহন হিসেবে তরুণদের কাছে বেশ জনপ্রিয় সাইকেল।
১১ / ১১
খাবার সরবরাহকারীদের কাছে বেশ জনপ্রিয় এই দুই চাকার বাহন।