এক বিকেলে বুরুঙ্গী বিলে
বিকেল পেরিয়ে সন্ধ্যার মুখে সোনালি আভা ছড়িয়েছে চারপাশে। দূর আকাশে লালচে আলো দ্যুতি ছড়াচ্ছে। আপনমনে উড়ছে পাখির ঝাঁক। পানিতে ফুটে রয়েছে পদ্ম ফুল। জেলে নৌকায় ভেসে মাছ ধরছেন কেউ কেউ। এমন সব দৃশ্য দেখা গেল বুরুঙ্গী বিলে। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে এ বিলের অবস্থান। ছবিগুলো সম্প্রতি তোলা—
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮