সবুজ সুইচোরা পাখি

সবুজ ধানখেত কিংবা হাওরের খোলা মাঠে সবুজের মধ্যে দেখা মেলে সবুজ সুইচোরা পাখির। বাংলাদেশের গ্রাম, মাঠ, হাওর, বিলে সহজেই দেখা যায় আবাসিক এই পাখিকে। এ সময়ে ধানখেতের আশপাশে বেশি দেখা মেলে। খেতের চারপাশে ছোট আকারের পোকা ধরেই এসে বসে গাছের ডাল অথবা বিদ্যুতের তারে। কখনো একা, কখনো ঝাঁক বেঁধে শিকার ওড়াউড়ি করে। ছবিগুলো সিলেট সদরের নোওয়াগাঁও এলাকা থেকে তোলা

১ / ৭
সবুজ ধানখেতের পাশে একা বসে আছে সবুজ সুইচোরা
২ / ৭
খেত থেকে পোকা ধরেই বিদ্যুতের তারে
৩ / ৭
শিকারের পর ওড়াউড়ি
৪ / ৭
একটু দূরে বসে আছে আরও দুটি সুইচোরা
৫ / ৭
ডানা মেলে উড়ে আসছে আরেকটি
৬ / ৭
তার ঘিরেই ওড়াউড়ি
৭ / ৭
নীল আকাশের নিচে একা বসে সুইচোরা