নারী দিবসে প্রথম আলোর আয়োজন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সংবর্ধনা, নারীদের স্বপ্ন ও প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার দৃপ্তপ্রত্যয়ের ভেতর দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করল প্রথম আলো। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রথম আলো তার নারী কর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। এ আয়োজনে সহায়তা দিয়েছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সেবা কার্যক্রম সিটিআলো। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সমতা ক্ষমতায়ন অধিকার, কন্যা নারী সবার’। ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন ও তানভীর আহাম্মেদ

১ / ১২
প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে (বাঁ থেকে) পোশাক তৈরির প্রতিষ্ঠান মানাস ও রেস্তোরাঁ সঞ্চয়িতার উদ্যোক্তা ফায়জা আহমেদ, প্রসূতিদের সেবাদানকারী ডা. মাহমুদা মিতু, ইউটিউবার ও অভিনয়শিল্পী কারিনা কায়সার, দেশের প্রথম নারী স্কুবাডাইভার জান্নাতি হোসেন ও ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
২ / ১২
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
৩ / ১২
মঞ্চে (বাঁ থেকে) মানাস ও সঞ্চয়িতার উদ্যোক্তা ফায়জা আহমেদ এবং প্রসূতি সেবাদানকারী ও নাগরিক কমিটির সদস্য ডা. মাহমুদা মিতু।
৪ / ১২
মঞ্চে কথা বলছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি।
৫ / ১২
মঞ্চে নিজের অভিজ্ঞতা বলছেন দেশের প্রথম নারী স্কুবাডাইভার জান্নাতি হোসেন। পাশেই ‘আয়রনম্যান’ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী ক্রীড়াবিদ ফেরদৌসী আক্তার মারিয়া।
৬ / ১২
প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রথম আলো ও সিটি ব্যাংকের নারী কর্মীরা ছাড়াও দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগণ্য নারী ব্যক্তিত্ব, শিক্ষক, উদ্যোক্তা, চিকিৎসক, ক্রীড়াবিদ, শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের নারীরা অংশ নেন।
৭ / ১২
মঞ্চে কথা বলছেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ।
৮ / ১২
প্রথম আলো ট্রাস্টের সহায়তায় শিক্ষাবৃত্তি নিয়ে কৃতিত্বের সঙ্গে শিক্ষা শেষে পেশাগত জীবন শুরু করা দুই অদম্য মেধাবী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খায়রুম ইসলাম (মাঝে) ও এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানিয়া আক্তার (বাঁয়ে)। তাঁদের অভিনন্দন জানান সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।
৯ / ১২
মঞ্চে কথা বলছেন ইউটিউবার ও অভিনেত্রী কারিনা কায়সার।
১০ / ১২
প্রাণীর প্রতি মমতায় বিশেষ ভূমিকা রেখেছেন ডা. রাফিয়া আলমকে (বাঁয়ে) ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক নওজিয়া ইয়াসমিন।
১১ / ১২
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ।
১২ / ১২
সফল নারীদের অভিনন্দন জানান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু (মাঝে)।